Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একটি বৈজ্ঞানিক ও কারিগরী প্রতিষ্ঠান। সর্বপ্রথম ১৮৬৭ সালে যশোর ও নারায়নগঞ্জে আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের মাধ্যমে ‘পর্যবেক্ষণ সার্ভিস’ এর কাযর্ক্রম শুরু হয় যা পরবর্তিতে ‘আবহাওয়া সার্ভিস’ নামে পরিচিতি পায়। স্বাধীনতার পরে ‘আবহাওয়া দপ্তর’ এবং ১৯৮২ সালে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ নামকরণ করা হয়। ১৯৬৭ সালে আবহাওয়া কার্যলয়,রংপুর প্রতিষ্ঠিত হয়।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর সদস্য হিসেবে আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক সকল প্রচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং এ সম্পৃক্ততার ফলে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও কারিগরী প্রয়োগবিদ্যার মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও সতর্ক সংকেত প্রদান করে আসছে।